১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম বর্তমান সংবিধানের আলোকেই আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। পিআর পদ্ধতির নামে নতুন নতুন দাবি অনুযায়ী নির্বাচন দেয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তীকালীন সরকারের। পিআর পদ্ধতি নিয়ে কারো আগ্রহ থাকলে, তা আগামী জাতীয় সংসদে আলোচনা করে পাস করা সম্ভব হলে চালু হতে পারে। পিআর পদ্ধতির দাবির নামে গুটিকয়েক ইসলামী দল ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের চক্রান্তে মেতে উঠেছে। এসব দলের জনপ্রিয়তা না থাকায় তারা ভিনদেশি এজেন্ডা হিসেবে পিআরকে সামনে এনে নির্বাচনকে পিছিয়ে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে। দেশবাসী পিআর-এর নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বরদাশত করবে না। এসব গুটিকয়েক ইসলামী দল নির্বাচনের নিজেদের ভরাডুবির আশঙ্কায় পিআর পদ্ধতির স্বপ্ন দেখছে। গতকাল সোমবার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম...