১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম ফরিদপুরে পদ্মা নদীর ওপর ৫৮০ মিটার দৈর্ঘ্যরে সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল সাত বছর আগে। কিন্তু এখনও কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। ধীরগতির এ প্রকল্প এখন মানুষের কাছে ‘অসমাপ্ত স্বপ্নের সেতু’ নামে পরিচিত। ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকা থেকে গেন্দু মোল্লার হাট পর্যন্ত পদ্মা নদীর মাঝখানে অবস্থিত এই সেতুটি স্থানীয়দের কাছে ‘তৃতীয় পদ্মাসেতু’ নামে পরিচিত। সেতুটি সম্পূর্ণ হলে ফরিদপুর শহর থেকে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হয়েছিল। কিন্তু কাজের ধীরগতি, ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন এবং প্রশাসনিক উদাসীনতায় এই প্রকল্প আজও ঝুলে আছে। ফলে শিক্ষা, চিকিৎসা ও কৃষিসহ জীবনের প্রতিটি খাতেই দুঃসহ কষ্ট পোহাচ্ছেন নদীপাড়ের মানুষ।ভাজনডাঙ্গা ও ডিক্রিরচর ইউনিয়নের দুটি খেয়াঘাট...