১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম প্রতিবছরের মতো আজ মঙ্গলবার ৫৬তম বিশ্ব মান দিবস উদযাপিত হবে। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে মান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে। এ বছর এসডিজি গোল-১৭: ‘অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব’ কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো উন্নত ও উন্নয়নশীল সকল দেশের মধ্যে অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সুসংগঠন-এর মতো পাঁচটি প্রধান ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। এসডিজি ১৭ অর্জনের লক্ষে বিএসটিআই পণ্যের মান নিশ্চিত করে দেশীয়...