১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম তারুণ্যের উৎসব উপলক্ষে চলমান জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে নওগাঁ জেলা ফুটবল দল। গতপরশু বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে তারা। নকআউট সমীকরণের এই ম্যাচে শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। ম্যাচের ২২তম মিনিটে নওগাঁর ফরোয়ার্ড মাসুম প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরেই তানজিদ মাহমুদের নিখুঁত শটে ব্যবধান বাড়ে ২-০ তে। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জ। একাধিক সুযোগ তৈরি করেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে অতিথি দলের ফরোয়ার্ড একটি...