১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়েছে মাত্র। কচি মুখে গোঁফ উঠতে শুরু করেছে। উঠতি বয়সী এই তরুণের নাম মোহাম্মদ হৃদয়। বয়স ২০ বছরের মতো। জন্ম অসচ্ছল পরিবারে। কাঁধে সংসারের বোঝা। তাই লেখাপড়ার পাশাপাশি চালাতেন রিকশা। কোনোভাবে চলছিল পরিবার। কিন্তু অদম্য এই মেধাবীকে বাঁচতে দিলো না ‘নিষ্ঠুর’ পুলিশ। খুব কাছ থেকে ব্ল্যাংক পয়েন্ট থেকে গুলি করে নিভিয়ে দেয়া হয় হৃদয়ের প্রাণপ্রদীপ। এমনকি পুত্রের লাশটাও খুঁজে পাননি মা। রক্তাক্ত নিথর দেহটি রাতের আঁধারে ফেলে দেয়া হয় তুরাগ নদীর কড্ডা ব্রিজের তলায়। হৃদয়কে সেদিনের গুলি করার দৃশ্যটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। মর্মান্তিক সেই চিত্র দেখাতেই নীরবতা নেমে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুড়ে। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে...