১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম যুগ ধরে কাজ চলা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প অবশেষে ব্যর্থ প্রকল্পে রূপ নিয়েছে। ঢাকা লাইন নামে নিজেদের কোম্পানির বাস চালু করার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিআরটি প্রকল্প আর সামনে এগুচ্ছে না। এটি আর এগিয়ে নেয়া হবে না। এখানেই শেষ করা হবে। এটি সাধারণ চার লেনের সড়ক হিসেবে চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দায়িত্বশীলদের গাফিলতিতে বিআরটি প্রকল্পটি মৃত্যুফাঁদ হিসেবে উপাধি পায়। প্রকল্পের অব্যবস্থাপনায় প্রাণ হারায় সাধারণ মানুষ। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ প্রকল্পের গার্ডারের নিচে চাপা পড়ে একই দিন নিহত হন ৫ জন। এছাড়াও প্রকল্পের কাজ চলার সময় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি, অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতাই মূলকারণ বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। প্রধান...