ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর সূত্রাপুর এলাকায় ঢাকা দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনে এবং শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক কর্মী এবং অসংখ্য শ্রমজীবী মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন,“এই দেশ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের রক্তে অর্জিত। আজ সেই জনগণের অধিকার হরণ করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা সেই অধিকার ফিরিয়ে আনব— ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন,“আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। শ্রমজীবী মানুষের ঘামেই এই শহর চলে, অথচ তাদের ন্যায্য প্রাপ্যটি তারা পায়...