লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে সোমবার শান্তির ধ্যান শীর্ষক প্রদর্শনীর ছবি দেখছেন এক দর্শনার্থী কম্পোজিশনের খেলায় বর্ণিল ফারজানা আফরোজ বাপ্পীর ক্যানভাস। সেই সুবাদে জ্যামিতিক ফর্মের মাঝে বিষয়কে মেলে ধরেছেন এই চিত্রশিল্পী। স্ফীত রেখার সঙ্গে বিন্দুর সম্মিলনে বহুমাত্রিক অবয়ব ধরা দিয়েছে তার চিত্রপটে। সেসব অবয়বের ভেতর বিমূর্ত রীতির অনুসরণে মূর্ত হয়েছে বিষয়। বিচিত্র সেই চিত্রণের পথরেখায় সৃষ্টি ছবিতে সৃষ্টি হয়েছে রহস্যময়তা। আর প্রতিটি ছবির মাঝেই শান্তির সন্ধান করেছেন এই শিল্পী। করোনাকালের অবরুদ্ধ সময়ের সমান্তরালে সাম্প্রতিক সময়ে আঁকা সে সব ছবি নিয়ে ধানমন্ডির দ্বীপ গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিল্পায়োজনটির শিরোনাম মেডিটেশন অন পিস বা শান্তির ধ্যান। প্রদর্শনীর কিউরেট করেছেন শেহজাদ চৌধুরী।প্রদর্শনীটি প্রসঙ্গে ফারহানা আফরোজ বাপ্পী বলেন, ২০২০ সালে করোনার সময় বিচ্ছিন্ন জীবন যাপন করছিলাম। কারও সঙ্গে ছিল না কোনো সংযোগ। চাইলেও কোথাও যেতে পারছিলাম না।...