১৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন অনুষ্ঠিত হবে। ইসলামী দলগুলোর নেতা-কর্মীরা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিভিন্ন স্পটে অবস্থান করবে। যেসব ইসলামী দল এ যুগপৎ কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতিঝিলস্থ শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অবস্থান নিবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা দৈনিক বাংলার মোড়ে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতা-কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অবস্থান করবে, খেলাফত...