১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লক্ষ টাকা ফেরত পেতে যাচ্ছে ৯৯০টি হজ এজেন্সি। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএন হিসাবে অব্যয়িত পড়ে থাকা এই টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ফেরত পাচ্ছে হজ এজেন্সিগুলো। হজের নিবন্ধনের সময় বাড়বে কি না তা জানা যাবে আজ। আজ সউদী সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এসব কথা জানান। হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি হবে বলেও তিনি সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সউদী আরবে পবিত্র হজ...