যে কোনো সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে আমরা সরকার, রাজনৈতিক দল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুন্দর ও সুষ্ঠুভাবে এক হয়ে কাজ করে হঠাৎ উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতির অবসান ঘটানোর নজির স্থাপন করেছি। আমরা চাই, বৃহত্তর জাতীয় স্বার্থে এটা অব্যাহত থাকুক।’সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পূজা উদযাপন পরিষদ সভাপতি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এই সভা হয়।৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলামলিখিত বক্তব্যে বাসুদেব ধর বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসব। সারাদেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, ধর্মীয় দিকটি সম্প্রদায়ের হলেও উৎসব...