উপজেলার বাকশীমুল গ্রামে নির্মিত এই সেতুটি স্থানীয়দের কাছে এখন ‘অদ্ভুত সেতু’ নামে পরিচিত। জানা গেছে, ঘুঙ্গুর নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ করতে ২০০৫ সালে এলজিইডির অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। রাস্তা থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে তৈরি করা সেতুটির এক প্রান্তে সিঁড়ি থাকলেও অন্য প্রান্ত দিয়ে সেতুতে ওঠানামার রাস্তা বা সিঁড়িও নেই। স্থানীয়রা এই প্রান্ত দিয়ে ওঠানামায় বস্তা বা মই ব্যবহার করেন। তাই শিশু ও বৃদ্ধদের পক্ষে এই সেতু ব্যবহার করা প্রায় অসম্ভব। এলাকাবাসী জানান, গ্রামের বাইরে থেকে মানুষ এই ‘অদ্ভুত সেতু’ দেখতে আসে, যার এক প্রান্তে সিঁড়ি, আরেক প্রান্তে ফাঁকা মাঠ। স্থানীয় কৃষক এয়াকুব মিয়া বলেন, ‘আমরা ভেবেছিলাম সেতু হলে ফসল মাঠ থেকে সরাসরি গাড়িতে তোলা যাবে। কিন্তু এখন সেতুটি শুধু...