শুরুতেই মিলল গোল। ব্যবধান বাড়াতে না পারলেও শুরুর গোল আগলে রেখে এক পর্যায়ে জয়ের সুবাসও পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের গোলে গুঁড়িয়ে গেল সব আশা। জর্ডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ। জর্ডানের আকাবা স্টেডিয়ামে সোমবার এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের সাথে ১-১ ড্র করেছে বাংলাদেশ। জয় হাতছাড়া হলেও বাছাই পেরুনোর আশা অবশ্য টিকে আছে বাংলাদেশের। বাছাই পার হওয়ার লক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মামনি চাকমার ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে ওপরে উঠে যায়। ছুটে গিয়ে হেডে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। সপ্তদশ মিনিটে জর্ডানের হায়া আবু আলির দূরপাল্লার ফ্রি কিক সহজেই আটকান বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়।...