কংক্রিটের ক্লান্তি মেটাতে শহরের জীবনে সবুজ হলো প্রকৃতির দেওয়া মানসিক থেরাপি। অথচ আমাদের শহুরে জীবনে সেই সবুজ কমে যাচ্ছে দিন দিন। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব একবিংশ শতাব্দীর এই দ্রুত ধাবমান পৃথিবীতে, শহরগুলো যেন মানুষের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। তবে এই সুবিধা আর গতিময়তার আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ মানসিক ক্ষয়। কংক্রিটের জঙ্গল, যানজট, অনবরত শব্দদূষণ এবং বায়ুর বিষাক্ততা এই সবই একত্রে মিশে শহুরে মানুষকে এক চরম মানসিক চাপের মুখে ঠেলে দিচ্ছে। প্রকৃতির সঙ্গে মানুষের যে জন্মগত বন্ধন, তা দিনে দিনে ছিন্ন হচ্ছে। এই বিচ্ছিন্নতার ফলস্বরূপ বাড়ছে উদ্বেগ, বিষণœ্তা, আর একাকিত্বের মতো সমস্যা। ঠিক এই সংকটময় পরিস্থিতিতেই মানুষ আবার ফিরে তাকাচ্ছে প্রকৃতির দিকে। বারান্দায় একটি টবের চারা, ছাদের ওপরে সামান্য সবুজের ক্যানভাস অথবা অফিসের অভ্যন্তরে একটি সতেজ পাতা ‘শহরে গাছপালা রাখা’...