রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু), হল সংসদ ও ছাত্র প্রতিনিধি নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারের শেষ সময়। তাই পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রচার।প্রার্থীরা একের পর এক ভোটারদের কাছে ছুটছেন। স্বতন্ত্র ও অন্য প্যানেলগুলো লিফলেট বিলি করছেন। নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছের প্রার্থীরা। টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ক্যাম্পাসের প্রত্যেকটি চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আসন্ন রাকসু নির্বাচন।এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ২৯ হাজার। এর মধ্যে ১৭টি আবাসিক হল ও একটি আন্তর্জাতিক ডরমিটরিতে আবাসিক শিক্ষার্থী সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি। এ ছাড়াও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি বড় অংশ হলের বাইরে থাকেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা কাজলা, বিনোদপুর, তালাইমারি, মেহেরচ-ী, ভদ্রা, চৌদ্দপাই...