১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম ফরিদপুরে এক তরুণীকে প্রতারণার মাধ্যমে আবাসিক হোটেলে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় আসামি মো. মশিউর রহমান পুলক (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার র্যাব-১০ এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।এর আগে ১২ অক্টোবর রাতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গত ১ জুন দুপুরে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই তরুণীর (২০)-এর কাছে মশিউর রহমান পুলক দাবি করে যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছে। ওই সংবাদে বিশ্বাস করে তরুণী পুলককে সঙ্গে নিয়ে হোটেলে...