১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম নির্বাচনী হাওয়ায় ভাসছে দেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বত্রই নির্বাচনের হাওয়া। ১২ কোটি ভোটার ভোট দেয়ার জন্য মুখিয়ে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এটি এখন অনেকটাই নিশ্চিত। প্রধান উপদেষ্টা দেশে-বিদেশে সবখানেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি পরিষ্কার করেছেন। নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়েছে। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার অনঢ় অবস্থানে থাকলেও এ নিয়ে তিনি শঙ্কার কথাও বলেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘে তাঁর বক্তব্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও, নিউইয়র্কে মানবাধিকারকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এক সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেছেন, কিছু শক্তি দৃঢ় প্রতিজ্ঞ যে, নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়। এর সঙ্গে বাংলাদেশের ভেতরের ও বাইরের বিপুল অর্থ জড়িত। আগামী...