১৪ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম মালদ্বীপে ২৭ হাজারেরও বেশি প্রবাসীকে ইমিগ্রেশন আইনের আওতায় দেশত্যাগের মুখোমুখি হতে হবে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করা প্রবাসীদের বিষয়ে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।জানা গেছে, পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি (এনসিআইটি) ভবনে অবস্থিত জব সেন্টারে গিয়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-বৈধ কারণ ছাড়াই অনলাইন সিস্টেমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন না করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের মে মাসে ‘অপারেশন কুরাঙ্গি’ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ২৪ সেপ্টেম্বর ঘোষণা করেন যে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন প্রবাসীর বায়োমেট্রিক তথ্য...