১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের ঘোষিত ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকায় পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ব্যাপক তৎপরতা চলছে।বরিশাল রেঞ্জের ৪২টি থানা, নৌ পুলিশের ২টি থানা এবং একাধিক ফাঁড়ির বিপুলসংখ্যক পুলিশ সদস্য সার্বক্ষণিক টহল দিচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ডের ৮টি টিম সার্বক্ষণিক এবং আরো ১৮টি টিম গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে; যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। তবুও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সব ব্যবস্থা সত্ত্বেও কিছু জেলের বেপরোয়া কর্মকা-ে ইলিশের প্রজনন ব্যাহত হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের হামলায় ইতোমধ্যে কোস্টগার্ড ও পুলিশের একাধিক সদস্য ছাড়াও মৎস্য অধিদপ্তরের অন্তত ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পুলিশ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকলেও হিজলা,...