১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম সামর্থ্য নিয়ে সংশয় ছিল না তেমন। স্বর্ণা আক্তারের প্রতি দলও আস্থা রেখে যাচ্ছিল অনেক দিন ধরেই। ক্রিজে গিয়ে মুখোমুখি দ্বিতীয় বলে সুইপ করে বল বাউন্ডারিতে পাঠালেন স্বর্ণা আক্তার। পরের ওভারে লং-অন দিয়ে ওড়ালেন ছক্কায়। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান বাড়িয়ে ইনিংসের শেষ ওভারে পঞ্চাশের ঠিকানায় পা রাখেন তিনি। ২১ ওয়ানডে আর ৩৫ টি-টোয়েন্টি খেলার পর অবশেষে তিনি পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি। সেটিও রেকর্ড গড়ে। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি এখন স্বর্ণারই। ৩৪ বলে ৫০ ছুঁয়ে ব্যাটটা উঁচিয়ে ধরে উইকেটেই সেজদা দিয়ে শুকরিয়া আদায় করেছেন স্বর্ণা। গতকাল নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রানের অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের আগ্রাসী ইনিংসটি সাজানো তিনটি করে ছক্কা-চারে। ইনিংসটির...