১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা গুলির শব্দে পদ্মাপাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালু ব্যবসা ও টোল আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা থেকে বৃষ্টির মতো গুলি চালায়। গোলাগুলিতে কেউ হতাহত না হলেও নদীপাড়ের বেশ কিছু বাড়ির টিনের চাল ও বেড়া গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বালুর দখল নিয়ে প্রায়ই সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। গত সপ্তাহেও এ সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নৌপুলিশ ও প্রশাসনের নির্লিপ্ততার...