আগামী ১৯ অক্টোবর লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। উদীচী যুক্তরাজ্য শাখার আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার যুক্তরাজ্যে গিয়েছেন ‘গানের পাখি’ খ্যাত এই শিল্পী। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন গেয়ে শোনাবেন তার জনপ্রিয় বেশ কিছু গান। তার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রখ্যাত শিল্পীরা। বাংলাদেশ থেকে তার সঙ্গে থাকবেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। একই অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকও। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনরাও কাজ করে যাচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। বিদেশের মঞ্চে যখন গাইতে উঠি, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। চেষ্টা করব, গান গেয়ে বরাবরের মতোই প্রবাসী ভাইবোনদের মন জয় করে আসতে।’ ‘লন্ডন বাংলা...