১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী তিনটি জেলা মেহেরপুর, কুষ্টিয়া ও সাতক্ষীরায় অ্যানথ্রাক্স সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় প্রতিমাসেই গড়ে ২০ জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ এবং প্রাণিসম্পদ অধিদপ্তর একযোগে কাজ করছে। আইইডিসিআর-এর তথ্যমতে, শুধুমাত্র গাংনী উপজেলায় গত আগস্ট মাসে ৪৫ জন, সেপ্টেম্বর মাসে ৩৩ জন এবং অক্টোবরের ১২ তারিখ পর্যন্ত ১৮ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। সদর উপজেলাতেও সেপ্টেম্বর মাসে পাঁচজনের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। অ্যানথ্রাক্স জীবাণু সম্পর্কে জনস্বাস্থ্যবিদ প্রফেসর মাহফুজুর রহমান বলেন, এই জীবাণু মাটিতে শত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। ঘাস খাওয়ার সময় গবাদিপশুর...