আমি এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এই ঘটনার প্রতিবাদে আজ রাতে টঙ্গীতে মশাল মিছিল হয়েছে।জানা গেছে, টঙ্গীতে এনসিপির কেন্দ্রীয় সংগঠক, আবদুল্লাহ আল মুহিমকে হুমকি দেওয়ার প্রতিবাদে এনসিপি গাজীপুর মহানগরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী সন্ত্রাসীদের কবর রচনা করার আহ্বান জানিয়ে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে স্লোগান ছিল ‘কণ্ঠে আবার লাগা জোর, লীগের কবর খোড়।’বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর এনসিপির মুখ্য সংগঠক আকাশ ঘোষ, এনসিপির অঙ্গ সংগঠন যুব শক্তির টঙ্গী পশ্চিম থানার সিনিয়র যুগ্ম...