১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম ইসরাইলি পার্লামেন্ট নেসেট-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালে ফিলিস্তিনিদের পক্ষে সেøাগান তোলার জেরে হাদাশ জোটের দুই সংসদ সদস্যকে কক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি সংসদে তীব্র উত্তেজনা ও মতপার্থক্য দেখা যায়। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির দুই এমপি ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন!’ লেখা সংবলিত একটি কাগজ উঁচিয়ে ধরেছিলেন। এতে করে ট্রাম্পের বক্তৃতা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। পরে নিরাপত্তা কর্মকর্তারা আইমান ওদেহ ও ওফের কাসিফ নামের ওই দুই এমপিকে পার্লামেন্ট ভবন থেকে দ্রুত বের করে নিয়ে যান। এসময় তারা দুই এমপির হাতে থাকা কাগজ ছিনিয়ে নেন। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ওদেহ ‘হাদাশ-তাল’ পার্টির চেয়ারম্যান। এটি মূলত আরব-ইসরায়েলিদের একটি দল। আর...