জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস ও তার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসের অনুরোধে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসে পুলিশের বিশেষায়িত দল সোয়াট (SWAT) মোতায়েন করা হয়েছে, যারা যেকোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষিত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা আউটলুককে বলেন, "নিরাপত্তা হুমকির বিষয়ে আমাদের বিস্তারিত জানানো হয়নি। তবে দূতাবাসের অনুরোধে সোয়াট দল এখনো সেখানে অবস্থান করছে।" রাত সাড়ে ৯টার দিকে সোয়াট মোতায়েন করা হয় বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। পুলিশের একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে। এই তথ্যের ভিত্তিতেই পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ) থেকে...