মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। শুরুতেই সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে লিড আসে। ৮৯ মিনিটে গোল হজম করে ১-১ সমতায় জয়বঞ্চিত হয়েছে অর্পিতা বিশ্বাসের দল। জর্ডানের গোলটি এসেছে মিরা জারার থেকে। বাংলাদেশ দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণে ওঠার পর বল ঠেকান জর্ডান গোলকিপার। গোল কিক নেয়ার সময় ডি বক্স পার করায় ফ্রি কিক দেন রেফারি। সেখান থেকে ফরোয়ার্ড মামোনি চাকমার শটে বল পান সুরভী আকন্দ প্রীতি, হেডে করেন গোল। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জর্ডান প্রথম গোলমুখে আক্রমণ করতে পারে ১৬ মিনিটে। সেই শট ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়। পরের সব আক্রমণ ছিল বাংলাদেশের, খেলা ছিল গোছানো, বল দখলে বাংলাদেশের আধিক্য। অর্পিতা বিশ্বাসের দল কয়েকটি কর্নার পেলেও গোলবারের উপর আর...