মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে চুক্তিতে সই করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি পাকাপোক্ত হওয়ার ধাপে প্রবেশ করল। সোমবার শারম আল শেইখে লোহিত সাগর তীরের রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং এই চুক্তির মধ্যস্থতাকারী তিন দেশ মিশর, কাতার ও তুরস্কের সরকারপ্রধান। ইসরায়েল ও হামাসের মধ্যে শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতির তিন দিনের মাথায় প্রকাশ্য অনুষ্ঠানে এ চুক্তি সই হল। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে সফর করেন। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। এরপর তিনি মিশর সফরে যান। সেখানে গাজা শান্তিচুক্তির জন্য আয়োজন করা শীর্ষ সম্মেলনে ট্রাম্পেএবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা গাজা চুক্তির নিশ্চয়তাকারী হিসেবে একটি ঘোষণাপত্র সই করেন। ট্রাম্প ঘোষণাপত্র সইয়ের আগ মুহূর্তে বলেন, “নথিগুলো কি আনা যাবে?” মুহূর্তেই তার সামনে রাখা...