ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দিদের তালিকায় কারসাজি করছে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে গড়িমসি করছে। কাতারের আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজি হামাদ বলেন, ইসরায়েল এখন এমন আচরণ করছে যেন তারাও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মতো, যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। আসন্ন শার্ম আল-শেখ বৈঠক প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক যুদ্ধবিরতি চুক্তি যেন হুবহু তার শর্ত অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করবে। হামাদ বলেন, “ইসরায়েল বন্দিদের তালিকায় কারসাজি করছে এবং যাদের মুক্তি দেওয়ার কথা, তাদের নাম বাদ দিচ্ছে। এটি আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্পাদিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন।” তিনি আরও সতর্ক করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়ে যাচ্ছে। তাই গাজায় নতুন হামলা রোধ...