সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মৃত শারমিন মৌসুমী কেকার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি (কেকা) ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃতের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শারমিন মৌসুমী কেকার বিরুদ্ধে ঝালকাঠিতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলায় গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগ নেত্রী কেকা বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনের শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। স্থানীয়দের দাবি, সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কেকার মরদেহ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে তিনি (কেকা) ওইদিন বিকেলে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া মৃতের শরীরের বিভিন্নস্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এ মৃত্যুকে রহস্যজনক দাবি করে নগরীজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নিহত...