মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঘনিয়ে আসছে আগুনের মেঘ, আর তার কেন্দ্রে রয়েছে ইরান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক হামলার আশঙ্কায় রাজধানী তেহরান পূর্ণ সামরিক সতর্কতা ঘোষণা করেছে। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী যেকোনো সময় ইরানে সামরিক হামলা চালাতে পারে। এমন উত্তেজনার মধ্যেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের দাবি: সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ প্রস্তুতিতেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরান এখন সম্পূর্ণ সামরিক সতর্ক অবস্থায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে আসা সম্ভাব্য হামলার হুমকি ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময়...