অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্তের পর এবার ডুবন্ত পদ্মা ব্যাংক টেনে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকটির সব আর্থিক সূচক সর্বনি¤œ থাকায় বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন একীভূত বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্টকে সুপারিশ করেছেন।পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এসব সূচকে উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকের মূলধন ঋণাত্মক, ঋণের ৯২ শতাংশ খেলাপি, সুদ আয় ঋণাত্মক এবং তারল্য ঘাটতিসহ সব আর্থিক সক্ষমতা সূচকে অবস্থা সংকটাপূর্ণ। স্বল্প সময়ের মধ্যে এ অবস্থা উত্তরণের সম্ভাবনা নেই। এসব কারণেই কেন্দ্রীয় ব্যাংক এবার পদ্মা ব্যাংককে একীভূত করার সুপারিশ করেছে। তবে এটি কোন ব্যাংকের সঙ্গে করা হবে তা এখনো সিদ্ধান্ত...