সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই বছরের অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মকির, ফিলিপ আগিয়ঁ এবং পিটার হাওইট। একাডেমির বিবৃতিতে বলা হয়, উদ্ভাবন-নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদকে এ বছরের পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মকির, যিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করেছেন। বাকি অর্ধেক যৌথভাবে দেওয়া হয়েছে ফিলিপ আগিয়ঁ ও পিটার হাওইটকে, ‘সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব’ উদ্ভাবনের জন্য। জোয়েল মকির নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ইতিহাসের অধ্যাপক। তিনি মূলত ইউরোপের অর্থনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করেন, বিশেষ করে ১৭৫০ থেকে ১৯১৪ সময়কাল তার গবেষণার প্রধান ক্ষেত্র। ফিলিপ আগিয়ঁ ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স ও লন্ডন স্কুল অব ইকনমিকসের অধ্যাপক। তার গবেষণার মূল...