ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ১৯১৬ পিস ইয়াবাসহ কুখ্যাত এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে বিজয়নগর থানার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। ১২ অক্টোবর রবিবার সন্ধ্যা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া নিজ বসতঘর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর পথে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি করে ১৯১৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ইয়াবা সম্রাট উপজেলার কামালমুড়া গ্রামের আশু ভূঁইয়ার এর ছেলে মো. শিপন মিয়া (৩৫)। সে বিজয়নগর উপজেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে শিপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা...