বাদল রায় একজন বিমা কর্মকর্তা। তার অসুস্থ মাকে হবিগঞ্জ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় নিতে চেয়েছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্স না পাওয়ায় প্রায় দ্বিগুণ ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্সে নিতে হয়েছে। এভাবে প্রতিদিন গড়ে ১০-১৫ জন রোগী বেসরকারি অ্যাম্বুলেন্সে হবিগঞ্জ থেকে ঢাকা বা সিলেট যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। অথচ হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও বছরে যে টাকা আয় করে, সে তুলনায় মেরামত কাজে ব্যয় হচ্ছে বেশি। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৯ ও ২০১৭ সালে দুটি অ্যাম্বুলেন্স বরাদ্দ পায় হবিগঞ্জ হাসপাতাল। গত ৫ বছরের আয়-ব্যয়ের অনুসন্ধান করে দেশ রূপান্তর। এতে দেখা যায়, ২০২০-২১ অর্থবছর অ্যাম্বুলেন্স দুটি আয় করেছে ৫ লাখ ৯৭ হাজার, ২১-২২ অর্থবছরে ৪ লাখ ৫৮ হাজার, ২২-২৩ অর্থবছরে ৪ লাখ ৮৮ হাজার, ২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৮৮ হাজার ও ২৪-২৫ অর্থবছরে...