ইসলাম সবসময় গুনাহের ভয়াবহতা ও পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করেছে, যাতে সে পাপের পথে পা না বাড়ায়। আর বড় গুনাহ যেমন ভয়ংকর, তেমনি ছোট গুনাহও অবহেলার নয়। কারণ ছোট গুনাহগুলো জমতে জমতে একসময় মানুষকে জাহান্নামের পথে ঠেলে দেয়। অনেক সময় মানুষ মনে করে, তুচ্ছ কিছু অন্যায় করলে তাতে কোনো ক্ষতি নেই। অথচ ছোট গুনাহকে তুচ্ছ মনে করা বড় পাপ। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসুল (সা.) বলেছেন, ‘হে আয়েশা! ছোট বা ক্ষুদ্র গুনাহকেও তুচ্ছ মনে করবে না। কেননা সেগুলোর জন্যও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’ (সুনানে ইবনে মাজাহ ৪২৪৩) মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ন্যায়ের পথে চলার জন্য, কিন্তু মানুষ তার ভুল, আকাক্সক্ষা ও অবহেলার কারণে বারবার গুনাহে লিপ্ত হয়। গুনাহর কারণে মানুষের অন্তর কলুষিত হয়, নেক...