সরকার, বিভিন্ন রাজনৈতিক দলসহ গোটা দেশ নির্বাচনমুখী। আন্তর্জাতিক বিশ্বও এ নিয়ে অপেক্ষমাণ। বিশেষ করে ঢাকার পশ্চিমা রাষ্ট্রদূতদের ব্যস্ততা স্পষ্ট। এর আগে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ থেকে শুরু করে যেখানেই যাচ্ছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তা নিশ্চিত করছেন। তার কথায় সবাই আস্থা রাখছেন। নির্বাচনের পর নতুন সরকারের হাতে দায়িত্ব দিয়ে, বিশ্বমণ্ডলে নেমে পড়বেন আগের কাজে। আন্তর্জাতিক বিশ্বে তার অনেক দায়িত্ব। স্বদেশের ক্রান্তিকালে তিনি দেশবাসীর ডাকে সাড়া দিয়ে, এক বছরের বেশি সময় ধরে সরকারের দায়িত্ব পালন করছেন। দেশের যে সময় ২০২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর সৃষ্টি হয়েছিল, তখন তিনি দায়িত্ব নিয়ে সেই জটিল সময় পার করে দিয়েছেন। এতে তিনি ব্যক্তিগতভাবে এবং বিশ্বপরিমণ্ডলে সময় দিতে পারেননি। বিদায়ের পর ড. ইউনূস আবার হবেন আন্তর্জাতিক বিশ্বের মানুষ। হিসাব মোটামুটি...