শেরপুরে বেশ কিছু দিন ধরে জাল নোটের ছড়াছড়ি চলছে। আসল-নকল বুঝতে না পেরে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। নকল টাকায় মালামাল বিক্রি করে বিক্রেতারা হচ্ছেন সর্বস্বান্ত। গ্রাহকরা না বুঝে নকল টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে পড়ছেন বিপাকে। গতকাল শেরপুর সদর উপজেলার ষাটোর্ধ্ব নিরক্ষর নারী শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংক কর্তৃপক্ষ টাকা গুনে নেওয়ার সময় দেখতে পান বান্ডিলের মধ্যে ৫৩টি ১ হাজার টাকার নোট জাল। গত বৃহস্পতিবার শেরপুর সোনালী ব্যাংকে নুহূ নামে এক ব্যক্তি সরকারি চালানের ২ লাখ ৪৩ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংক টাকা নেওয়ার সময় ২৫টি এক হাজার টাকার নোট জাল ধরা পড়ে। গ্রাহক নুহূ জানিয়েছেন, ওই টাকা তিনি শেরপুর প্রধান ডাকঘর থেকে তুলে পরে ব্যাংকে জমা দিতে যান। অন্যদিকে ব্যাংকের...