ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। এই পত্রিকাগুলো হলো দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষানের দেশ, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি। গতকাল সোমবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত বৃহস্পতিবার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক-প্রকাশককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গত ১০ এপ্রিল ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ দৈনিক পত্রিকায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করেছে। একই সঙ্গে পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এ বিষয়ে গত ১৬ এপ্রিল পত্রিকার প্রকাশক-সম্পাদককে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। পরে ২১ এপ্রিল ভুল স্বীকার করে জবাব দাখিল করেছেন সংশ্লিষ্টরা, যা...