কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে আহত রুমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মারা যান। নিহত রুমান জসিম মেম্বার গোষ্ঠীর জালাল উদ্দিনের ছেলে। এর আগে গত রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুপক্ষের মধ্যে ওই সংঘর্ষ চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। দুদিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু...