চট্টগ্রামের কর্ণফুলীতে এক অভাবনীয় ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে ভাগিনাকেই অপহরণ করেছে খালাতো মামা। তবে পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র তিন ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুটি উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার তামাককুন্ডি এলাকা থেকে সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েমকে (১২) উদ্ধার করে পুলিশ। অপহরণকারী আল হাসান খান (২৪) চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া এলাকার বাসিন্দা এবং সায়েমের খালাতো মামা। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে আল হাসান সায়েমের স্কুলে গিয়ে শিক্ষকদের জানায়—তার দাদা মারা গেছেন। এরপর ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ কথা বলে শিশুটিকে সঙ্গে নেয়। কিছুক্ষণ পর শিশুটির আরেক মামাকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার...