দীর্ঘদিন পর সোমবার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়ে এক ফিলিস্তিনি দেশে ফেরার পর স্বজনরা আনন্দ প্রকাশ করেন মুক্তির আনন্দে ভাসছে গাজাসহ পুরো ফিলিস্তিন ও ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি মোতাবেক ইসরাইলের কারাগারে দীর্ঘদিন ধরে আটক বহু ফিলিস্তিনি সোমবার মুক্তি পান। অপরদিকে গাজায় জিম্মি সকল ইসরাইলিকে ছেড়ে দেয় হামাস।মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদ-ে দ-িত ছিলেন। শুধু তাই নয়, গত দুই বছর ধরে গাজায় যুদ্ধ চলাকালে আটক ১৭১৮ জন ফিলিস্তিনিকেও মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা জন্মভুমির মাটি স্পর্শ করামাত্র গাজা, রামাল্লাসহ ফিলিস্তিনের অন্যান্য শহরে আনন্দের জোয়ার বইতে শুরু করে। কারণ এসব বন্দির মধ্যে এমন বহু ফিলিস্তিনি রয়েছেন যারা তাদের সন্তানকে এদিন প্রথমবারের মতো স্পর্শ করার সুযোগ পান।...