বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব – দ্বিতীয় খণ্ড’-এর প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী বয়স যত বেশি, বিএনপির প্রতি ভোটারদে সমর্থন তত বেশি। বিএনপিকে বেশি পছন্দের তালিকায় রেখেছেন জেনারেশন-জি থেকে শুরু করে ষাটোর্ধ্ব ভোটাররা। অপরদিকে জামায়াতে ইসলামী ক্ষেত্রে উল্টো প্রবণতা দেখা গেছে; বয়স যত কম, দলটির প্রতি সমর্থন তত বেশি। যদিও জামায়াত বয়সভিত্তিক শ্রেণিতে দ্বিতীয় পছন্দের তালিকায়, তবে দলটির বয়স্ক ভোটার বিএনপির সমর্থকের তুলনায় অর্ধেকেরও কম।আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে অনুষ্ঠিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোল টেবিল আলোচনায় এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।জরিপের ফলাফল অনুযায়ী, বয়স অনুযায়ী জেন জি (১৮-২৮ বছর), মিলেনিয়ালস (২৯-৪৪ বছর), জেন এক্স (৪৫-৬০ বছর) ও বুমারস (৬০+ বছর) সব বয়সের পছন্দ...