শীতের হাল্কা আবহাওয়ার মাঝে দিনাজপুরের ছয় আসনেই নির্বাচনের গরম হাওয়া বইছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের এই জেলার পথে প্রান্তরে বিরাজ করছে নির্বাচনী আমেজ। বড় সব দল এখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় ঘন ঘন যাতায়াত শুরু করেছেন। উঠান বৈঠক, গণসংযোগ, কর্মিসভাসহ নানাভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন নেতারা। এলাকার মানুষের সঙ্গে প্রার্থীরা সম্পর্ক নবায়নের পাশাপাশি ভোটারদের মন জয় করতে সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছেন।আগে দিনাজপুরের ছয় আসনেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির একটা বড় প্রভাব ছিল। কিন্তু সরকার পতনের পর পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির টার্গেট ছয় আসনই পুনরুদ্ধার। বসে নেই অপর বড় দল জামায়াতে ইসলামী। তাদেরও টার্গেট প্রতিটি আসনেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এবং দু’তিনটি আসনে বিজয়ী...