গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া। চারপাশে শান্ত গ্রামীণ নিসর্গ, পাখির ডাক আর নির্ভেজাল সকালে আজ ভিন্ন এক ব্যস্ততা।সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টা বাজতেই মানুষের আনাগোনা ড. সাইদুর রহমান লস্কর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে। হাতে পুরোনো রিপোর্ট, চোখে আশার ঝিলিক। কারণ আজ এখানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে চলছে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প। ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকদের দল সকাল থেকেই ব্যস্ত রোগী সামলাতে। কেউ রক্তচাপ মাপছেন, কেউ প্রেসক্রিপশন লিখছেন, কেউ আবার মনোযোগ দিয়ে রোগীর গল্প শুনছেন। একে একে ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস ও মেডিসিন, চর্ম ও যৌন রোগ এবং স্ত্রীরোগ বিভাগে শুরু হয় চিকিৎসাসেবা। ক্যাম্পে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকরা- ডা. স্বর্ণা সাহিদ লস্কর, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ (লন্ডন প্রবাসী), ডা. ফারিয়া আফরিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডা. সানজিদা বিনতে মুনির, ডায়াবেটিস ও মেডিসিন...