আফগান ভূখণ্ড থেকে আর কোনো ‘সন্ত্রাসী হামলা’ হলে দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানাগুলোতে সরাসরি হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।সম্প্রতি দুই পক্ষের তীব্র সংঘাতের পর রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।পাকিস্তানের সামরিক এক বিবৃতিতে, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান তালেবানের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং কমান্ড নোডগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।এগুলোকে তারা ‘পাকিস্তানের মাটিতে আক্রমণকারী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে চিহ্নিত করেছে।এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী তাদের অভিযানকে নিজেদের সীমান্ত চৌকিতে ‘বিনা উস্কানিতে’ আক্রমণ হিসেবে বর্ণনা করা সীমিত, সুনির্দিষ্ট প্রতিক্রিয়া হিসেবেও উপস্থাপন করেছে।সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আফগান মাটি থেকে জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তান আফগান প্রশাসনকে দায়ী করবে এবং তাদের সতর্ক করে বলা হয়েছে যে, ভবিষ্যতে সীমান্ত এলাকায়...