হাতে তিন উইকেট রেখে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আট রান। নাহিদা আক্তার তার স্পিনে জাদু দেখাতে পারেননি। তিন বলের ব্যবধানে চার ও ছক্কা হজম করেন। গোটা ম্যাচে সুবিধাজনক অবস্থানে থেকেও ম্যাচে হারে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপে সোমবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে তিন উইকেটে। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে। জবাবে ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদা। দ্বিতীয় ওভারে ফেরান প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটসকে। শূন্য রানে নাহিদার হাতে ফিরতি ক্যাচ দেন তাজমিন। রান আউট হওয়ার আগে আরেক ওপেনার ও অধিনায়ক লরা ওলভার্ট করেন ৫৬ বলে ৩১ রান। ৭৮ রানে যখন...