নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমি রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না। কেউ কেউ এই পদ চান ব্যবসা করতে। তারা ব্যক্তিগতভাবে এই পদকে ব্যবহার করতে চান।” আজ সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) মোহাম্মদ আলী। এ সময় তিনি দলকে সুসংগঠিত রাখার লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। দলীয় মনোনয়ন পেলেই কেবল নির্বাচন করবেন জানিয়ে এ বিএনপি নেতা বলেন, “পাস-ফেল পরের কথা, নির্বাচন করি বা না করি, নারায়ণগঞ্জের প্রান্তিক জনগণের পাশে সবসময় থাকবো। নারায়ণগঞ্জের উন্নয়নে মানুষের পাশে থাকবো। এটা আমার ওয়াদা, অঙ্গীকার।” মাসুদ বলেন, “আমি নারায়ণগঞ্জকে ভালোবাসি।...