বিশাখাপত্তমে দারুণ লড়াই করেও জয়টা ধরা দিল না বাংলাদেশ নারী দলের হাতে। শেষ ওভারে ৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। কিন্তু তার করা প্রথম বলেই চার হাঁকিয়ে ম্যাচের রাশ টেনে নেন ডে ক্লার্ক। দ্বিতীয় বল ডট গেলেও তৃতীয় বলেই ছক্কা মেরে তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৩ উইকেটের হারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ এখন অনেকটাই কঠিন হয়ে গেল নিগার সুলতানাদের জন্য।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা, যিনি খেলেন অপরাজিত হাফ-সেঞ্চুরির ইনিংস।২৩৩ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় বিপর্যয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই উইকেট...