রাত সোয়া ১১টার দিকে কলাবাগান থানার ওসি ফজলে আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন নারীর লাশ আমরা ফ্রিজের ভেতরে পেয়েছি। আমরা ঘটনাস্থলেই আছি, কাজ করছি।” ওই নারীর নাম তাসলিমা আক্তার (৪২)। তার স্বামীর নাম নজরুল ইসলাম। ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ। পুলিশ বলছে, ওই বাসার অবস্থান কলাবাগানের লন্ডন কলেজের পাশে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলছেন, এই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। রোববার রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল। সকালে উঠে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, ‘তোমাদের মা আরেকজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছেন’। এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন। পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না। এ নিয়ে সন্দেহ...